পহেলা বৈশাখ ১৪২৬ বর্ষবরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিকেল ৫টার পর বহিরাগতদের প্রধান ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একই সাথে বিশ্ববিদ্যালয়ের ভেতর অনুষ্ঠিত সকল কর্মকান্ড ৫টার মধ্যে শেষ করে বিকাল সাড়ে ৫টার মধ্যে সকল বহিরাগত অতিথিদের বিশ্ববিদ্যালয় ভেতর হতে ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। শনিবার শাবি প্রক্টর জহির উদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকায় লোকালয়ের বাইরের টিলাগুলোতে নিরাপত্তার স্বার্থে সর্বসাধারণের যাতায়াত ও অবস্থান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে বর্ষবরণ উপলক্ষে নব রূপে সেজেছে শাবি ক্যাম্পাস। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগ ও সংগঠনের আয়োজনে বসেছে খাবারের স্টল। এসেছে গ্রামীণ মেলার ঐতিহ্যবাহী নাগরদোলা। বর্ষবরণের আরও থাকছে মঙ্গল শোভাযাত্রা, সড়কে আল্পনা, পুতুলনাচের মত নানান আয়োজন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ