সংষ্কারের অভাবে লালাবাজার ইউনিয়নের প্রধান সড়কের অবস্থা বর্তমানে এতটাই শোচনীয় রুপ নিয়েছে যে সামান্য বৃষ্টিতেই পানি জমে এটিকে দেখে মনে হয় রাস্তা নয় যেন পুকুর।খানা খন্দকে ভরা, ভাঙাচোরা এই সড়কে চলাচলরত যানবাহন, চালক ও যাত্রী, পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও দুর্ভোগের শেষ নেই। বৃষ্টির পানিতে সড়কটি পুকুরের আকার নেয় তখন তা’ পরিণত হয় মৃত্যু ফাঁদে।
এলাকার সাধারন মানুষের অভিযোগ দুর্ভোগ দেখেও নজর দিচ্ছেন না নির্বাচিত জনপ্রতিনিধিরা।
আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার অধিকাংশ জুড়ে খানাখন্দে গর্তে ভরা। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্ত কোথাও হাঁটু, গভীর। দেখলে মনে হবে পুকুর। কিছু কিছু জায়গায় কোনোদিন পিচ ছিল বলে মনে হয় না। রাস্তার বিটুমিন উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।যানবাহন চলাচলে সড়ক অনুপযুক্ত হয়ে পড়লেও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে খানাখন্দকে ভরা রাস্তাটি। বৃষ্টির পানিতে পথচারীদের ভাষায় পুকুরে পরিণত রাস্তা দেখে স্থানীয়দের প্রশ্ন, রাস্তাটির সংষ্কারের দায়িত্ব কার?
এ বিষয়ে জানতে চাইলে লালাবাজার ইউনিয়নের বাসিন্দা ও মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ বলেন ,খানা খন্দে ভরা, ভাঙাচোরা এই সড়কে চলাচলরত মানুষের দুর্ভোগের শেষ নেই।আমার মনে হয় আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগনের আস্হাপুরনে ব্যর্থ ।জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলে ও কোন অজানা রহস্যের কারনে বারবার কাজ শুরু হয়ে ও শেষ না হওয়ায় দিন দিন মৃত্যু ফাঁদে পরিনত হচ্ছে রাস্তাটি ।
এ বিষয়ে জানতে চাইলে লালাবাজার ইউনিয়নের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা তোয়াজিদুল হক তুহিন বলেন আসলেই এই রাস্তার অবস্হা শোচনীয় । বর্তমান এমপি বলেছেন খুব শিঘ্রিই রাস্তার কাজ শুরু হবে। -নন্দিত সিলেট
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ