মেজর ডা. মেহেদী হাসান রবিন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের প্রাক্তন ছাত্র। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে মেজর পদে কর্মরত অসম্ভব উদ্যমী এবং প্রাণশক্তিতে পরিপূর্ণ একজন মানুষ। মনের মানুষটিকে বিয়ে করেছে বছরখানেক হলো। মাস চারেক আগে তাদের জীবনকে রঙধনুর রঙ্গে রাঙিয়ে, তাদের কোল আলোকিত করে আসে তাদের প্রথম সন্তান, তাদের চোখের মনি, হৃদয়ের ধন, তাদের পুত্র – আরিশ।
এই সুন্দর জগতকে চেনা-বুঝার আগেই বিধাতার কোন এক রহস্যময় ইচ্ছায় মাত্র চার মাস বয়সী আরিশের বাবা ডা. মেহেদী হাসান রবিনের শরীরে আজ এক দুরারোগ্য ব্যাধির আবাস।
Rhabdomyosarcoma (Suspected) with metastasis। শরীরের সংযোজনী টিস্যুর এক দুরারোগ্য ক্যান্সার।
এ ব্যাপারে মেজর ডা. রবিনের বন্ধু ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. শফিকুল ইসলাম মল্লিক শুক্রবার দুপুরে মেডিভয়েসকে জানান, ডা. রবিনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে পৌঁছেছেন।
তিনি জানান, তার চিকিৎসার জন্য ৭০ থেকে ৮০ লাখ টাকা প্রাথমিকভাবেই প্রয়োজন হবে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে কিছু অর্থ সহায়তা দিলেও এতো বৃহৎ অংকের অর্থ সংস্থান তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তার পরিবার প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ যোগাড় করে আগামী কয়েক দিনের মধ্যেই রওনা দেবে।
ডা. শফিকুল ইসলাম মল্লিক আরও জানান, রবিন এবং তার স্ত্রীর অ্যাকাউণ্টের পাশাপাশি তার পরিবারের সম্মতি নিয়ে বন্ধুদের পক্ষ হতে ব্যাংক/বিকাশ/রকেট একাউন্টে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডা. রবিনের সঙ্গে ক্যাম্পাসের দিনগুলোর কথা মনে করে ডা. শফিকুল ইসলাম মল্লিক বলেন, বর্ণিল ক্যাম্পাস জীবনের সোনালী স্মৃতিগুলো আজ চোখের সামনে ভাসছে। ওর সদা হাস্যোজ্জ্বল মুখটুকু বারবার মনে পড়ছে। আজ ওর জন্য খুব কষ্ট হচ্ছে। আর ৪ মাস বয়সী আরিশের ছবিটুকু দেখলে চারপাশের জগতটা টলে ঊঠে।
তিনি বলেন, আমি জানি। এই কঠিন পথ আমার বন্ধু একা পাড়ি দেবে না। আরিশ, তার হতভাগা মা এবং রবিনের পরিবারের পাশে দাঁড়াবো আমরা।
চিকিৎসক ও জনগণের উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা দায়িত্ব নেই। প্রতিটি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা দায়িত্ব নিয়ে দ্রুততম সময়ে অর্থ সংগ্রহ করে পৌছে দেই রবিনের পরিবারের কাছে।
* ইন্টারন্যাশনাল একাউন্টঃ-
• Major Dr. Mehedi Hasan Robin;
American Express City Bank Ltd.
Card no: 3769 4811 2361 320
•Mehedi Hasan Robin
City Bank Principal Branch
Routing no: 225270002
• Dr. Shakir Hossen;
Bank of America
Routing no: 052001633
Account no: 446034450581
Paypal: shossen1@jhu.edu
Zelle: shossen1@jhu.edu
* ব্যাংক একাউন্টঃ-
• ক্যাপ্টেন ডাঃ ফৌজিয়া আখতার (মীম) [রবিনের স্ত্রী]
একাউন্ট নম্বরঃ ০০০২-০৩১০৩২৫১৪৩
প্রিন্সিপাল ব্রাঞ্চ, ট্রাস্ট ব্যাংক।
ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম মল্লিক;
একাউন্ট নম্বর: ১৩০.১০১.৯৫৯৯
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড,
জয়পাড়া ব্রাঞ্চ, ঢাকা।
* রকেট একাউন্টঃ-
• শারমিনঃ ০১৭৪৩-৭৮৫০৫৮০
• মেজর ডা. গোলাম কিবরিয়া কাজলঃ ০১৭১৭-৭১৩৫২৪৪
• ডা. আইনুন আহমেদ মলয়: ০১৭২৫-৬০৮৪৪৫৭
* বিকাশ একাউন্টঃ-
• মেজর ডা. মেহেদ হাসান রবিনঃ ০১৭১৬-৬৮০৪৪১
• ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম মল্লিকঃ ০১৭৭৫-৯৪৪৮০৪
• ডা. সৈয়দ হোসেইন সাইফঃ ০১৭১৭-৬১৯১৫২
• মেজর ডা. মোহাম্মদ হেলাল উদ্দীন অন্তিকঃ ০১৭১৭-৫০১৫৪৭
• ডা. সোহরাব হোসেন তমাল ০১৬১১-৭৫১০৫
সুত্র: মেডিভয়েসবিডি.কম
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন