পাক-ভারত যুদ্ধপরিস্থিতি নিয়ে রাশিয়ার বার্তা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

পাক-ভারত যুদ্ধপরিস্থিতি নিয়ে রাশিয়ার বার্তা

Share This

চলমান ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধপরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। সীমান্তের ঘটনা নিয়ে দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের প্রেস সচিব আজ ২৭ ফেব্রুয়ারি বুধবার বলেন, ‘ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতিতে রাশিয়া উদ্বিগ্ন।’

এর আগে গতকাল মঙ্গলবার হামলার পর চীনও আহ্বান জানায়, ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আশা করি ভারত আর পাকিস্তান উভয়ই সংযত হয়ে সমঝোতার চর্চা করবে। যা দেশ দুটির মধ্যে উত্তেজনা কমিয়ে একটা স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক। আর এর মাধ্যমেই তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটবে।’

তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র মাজা কোচিজানসিক বলেন, ‘আমরা দুই দেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি দুই দেশের সর্বোচ্চ সংযত দরকার রয়েছে পরবর্তী উত্তেজনা এড়াতে।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: