গতকাল প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচ খেলতে নেমে ২০ বলে ২১ রান করেছিলেন মোহাম্মদ আশরাফুল। টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি নয়, তবে এই ইনিংসকে খারাপও বলা যাবে না। কিন্তু মোহাম্মদ আশরাফুল আজ যা করলেন সেটাকে এক বাক্যে ‘খারাপ’ বলে দেওয়া যায়।
লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমে ব্যাটিংয়ে এক বল খেলেই শূন্য রানে আউট হয়েছেন। বোলিংয়ে তিন ওভার বোলিং করে ২২ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। তবে আশরাফুল নিস্প্রভ থাকলেও আজ জিতেছে মোহামেডান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩০ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান। ফতুল্লায় প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছিল মোহামেডান। নাদিফ চৌধুরী ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া আলাউদ্দিন বাবু করেন ২৩ বলে করেন ৩০ রান। রূপগঞ্জের পক্ষে ৪০ রানে তিন উইকেট দখল করেন মোহাম্মদ শহিদ।
পরে ১৪৪ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রূপগঞ্জ। দলটির পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পেরিয়ে গেছেন কিন্তু স্কোর বড় করতে পারেননি কেউই। ২৩ বলে ২৮ করে রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ স্কোরার অধিনায়ক নাঈম ইসলাম। এছাড়া আজমির আহমেদ করেছেন ১৮ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে পেরেছে রূপগঞ্জ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন