কোকাকোলার বিজ্ঞাপনে বাংলা ভাষার বিকৃতি বন্ধে রিট - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

কোকাকোলার বিজ্ঞাপনে বাংলা ভাষার বিকৃতি বন্ধে রিট

Share This

কোমল পানীয় কোকাকোলার বোতলে বাংলা ভাষাকে বিকৃত করে যে বিজ্ঞাপন প্রচার হচ্ছে তা বন্ধ এবং বোতলের লেবেল থেকে এসব বিজ্ঞাপন উঠিয়ে নিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান রানা এ রিট আবেদনটি করেন।

রিট আবেদনে ওই বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চাওয়ার পাশাপাশি বাংলা ভাষার বিকৃতি বন্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে রুলও চাওয়া হয়েছে।

আবেদনে বাংলাদেশে কোকাকোলার সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আইন সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব ও বাংলা একাডেমির মহাপরিচালকসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে বলে জানান রিটকারী মনিরুজ্জামান রানা। 

তিনি বলেন, ‘সম্প্রতি দেখা গেছে, কোকাকোলার বোতলের লেবেলে বাংলায় অর্থযুক্ত শব্দসহ কিছু বাক্য বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। ভোক্তারা বিশেষ করে শিশু কিশোররা এটি কিনতে গিয়ে এসব ভাষা বিকৃতভাবে বলছে, যা কাম্য নয়। এ ছাড়া দেশের বাইরেও ভাষা বিকৃতির বিজ্ঞাপনের এই পণ্য বিক্রি হচ্ছে।

এতে করে বাংলা ভাষার অমর্যাদা হচ্ছে। তাই বাংলা ভাষার এমন বিকৃতি রোধে এই রিট আবেদনটি করেছি।’

তিনি বলেন, ‘কোন অধিকারবলে ও কার অনুমতি নিয়ে কোকাকোলা বাংলা ভাষাকে বিকৃত করে এসব বিজ্ঞাপন প্রচার করছে- রিট আবেদনে এ বিষয়ে আদালতের নির্দেশনা চেয়েছি। এ ছাড়া কোকাকোলায় বাংলা ভাষার বিকৃতি বন্ধ এবং ওই সব বোতল বাজার থেকে সরিয়ে নিতে হাইকোর্টের নির্দেশনা চেয়েছি। কার্যতালিকায় আসলে আগামী সপ্তাহে এর ওপর শুনানি হতে পারে।’


-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: