আপনার সাহায্যে বাঁচতে পারে জুলফিকার আলী - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

আপনার সাহায্যে বাঁচতে পারে জুলফিকার আলী

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
দিনাজপুরের ফুলবাড়ীতে কিডনি রোগে আক্রান্ত জুলফিকার আলী বাঁচতে চায়। গার্মেন্টস শ্রমিক সাহেদার রহমান অর্থের অভাবে তার ছেলের চিকিৎসা করতে পারছেন না।

ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া গ্রামের সাহেদার রহমানের ছেলে মো. জুলফিকার আলী মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত। তার পিতা ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ করেন। জুলফিকার বর্তমানে কিডনি রোগে অক্রান্ত হয়েছে।

সাহেদার রহমান বলেন, তাকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করার পর বাংলাদেশের কিডনি বিশেষজ্ঞরা বলেছেন তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। অবশেষে বাড়ির জায়গা জমি বিক্রি করে ভারতের বেঙ্গুলরের খ্রিস্টান মেডিকেল কলেজে জুলফিকার চিকিৎসাধীন।

সাহেদার রহমান আরো বলেন, বর্তমান অতিদ্রুত একটি কিডনি সংযোজনের পরামর্শ দিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু তার আমার পক্ষে ৮ থেকে ১০ লাখ টাকা ব্যয় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই ছেলের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন রইলো।

সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ- ০১৭৯৮৫৮৯৪৪৪,
ব্যাংক হিসাব নং- ০২০০০০৮১০৭১৩৩,
অগ্রণী ব্যাংক মাদিলাহাট শাখা, ফুলবাড়ী, দিনাজপুর।

মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীর বলেন, জুলফিকার আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। পড়াশুনার প্রতি তার আগ্রহ প্রবল। জুলফিকার কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকসহ সহপাঠীরা মর্মাহত। দেশে বৃত্তবানরা যদি একটু সহনুভূতির হাত বাড়িয়ে দেন তবে এই মেধাবী ছাত্রটি আরও কিছুদিন বেঁচে থাকতে পারবে। -ডেইলি বাংলাদেশ

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages