আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় বিশ্বনাথ রোডের একটি মিনি বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
নিহতরা একই পরিবারের সদস্য। তারা হলেন, সিলামে মোহাম্মদপুর এলাকার সৈয়দ মোজাম্মেল আলীর মেয়ে লিয়া বেগম (১৭)। সে দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অপরজন একই এলাকার মৃত লিয়াকত হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা চাঁদনী (১৫)। সে দক্ষিণ সুরমা এলাকার নুর জাহান মেমোরিয়াল স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। অন্যজন হলেন তাদের ভাবি তাসনিম আক্তার (১৯)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন, দক্ষিণ সুরমা এলাকার বদিকোনায় বিশ্বনাথ রোডে চলাচলকারী একটি বাস সিএনজি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ