‘এয়ার ভিজ্যুয়াল ইনডেক্স’ অনুযায়ী খারাপ বায়ুর দিক দিয়ে আজ (২০ ফেব্রুয়ারি) বিশ্বে পঞ্চম স্থানে অবস্থান করছে ঢাকা।
সূচক অনুসারে, বুধবার রিয়েল টাইম র্যাংঙ্কিংয়ে ১৬৪ স্কোরের জন্য ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। আগের দিন মঙ্গলবার একই সূচকে ৩৬১ স্কোর পেয়ে কিছু সময়ের জন্য ‘বিপজ্জনক’ তকমা পেয়ে খারাপ বাতাসের শীর্ষে ছিল ঢাকা।
তবে ঢাকার এ বায়ু দূষণের জন্য অনেক পরিবেশ বিশেষজ্ঞ রাজধানীতে চলমান মেট্রোরেলের কার্যক্রমকে দায়ী করেছেন। এছাড়াও তারা ইটভাটা, উচ্চমাত্রার সালফার সমৃদ্ধ জ্বালানি তেলে যানবাহন চলাচল ও বিভিন্ন অবকাঠামো নির্মাণকে দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
যুক্তরাষ্ট্রের পরিবেশ বিশেষজ্ঞরা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) তৈরি করেছে। এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব বায়ুকে তারা ছয়টি বিভাগে ভাগ করেছেন।
ভারতের মুম্বাই ১৭৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে এবং তারপরেই পর্যায়ক্রমে পাকিস্তানের করাচি ও নেপালের কাঠমান্ডু।
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সঙ্গে লড়াই করছে। তবে ক্রমাগত বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর নগরের তালিকায় স্থানও করে নিচ্ছে বাংলাদেশের নগরগুলো।
গত ৯ ফেব্রুয়ারি পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম উদ্বেগ প্রকাশ করে জানায়, ঢাকার প্রায় ৯০ শতাংশ বাসিন্দা কোনো না কোনোভাবে বায়ু দূষণের শিকার। এ প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে হাইকোর্ট পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে বায়ু দূষণের জন্য দায়ীদের বিরুদ্ধে ঢাকায় সপ্তাহে দু’বার মোবাইল কোর্ট পরিচালনা নির্দেশ দেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন