চকবাজারে স্মরণকালের হৃদয় বিদারক ঘটনা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

চকবাজারে স্মরণকালের হৃদয় বিদারক ঘটনা

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ঘটে গেলো স্মরণকালের হৃদয় বিদারক ঘটনা।

১. গর্ভবতী স্ত্রী নামতে পারেননি; তাই স্বামীও নামেননি! ফলাফল গর্ভের সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু!
২. চার বন্ধু আড্ডা দিচ্ছিলেন প্রতিদিনের মতো। চারটি মাথার পোড়া খুলি পড়ে আছে!
৩. বাবার কাছে সন্তান বিরিয়ানি খেতে চেয়েছে! বাবা বিরিয়ানি নিয়ে ফিরে এসে এখনো পাননি সন্তানকে!
৪. জমজ সন্তানদের বয়স ১ বছরের মতো। মর্গে বাবাকে খুঁজতেছে!
৫. দুই ভাইয়ের জড়াজড়ি করা লাশ আলাদা করা যাচ্ছেনা। আলাদা করার পর তাদের বুকে জড়িয়ে ধরা শিশুর লাশ। শিশুকে বাচাঁনোর শেষ চেষ্টা করছিলেন দুই ভাই।
৬. ছেলে নর্থসাউথ এ পড়ে; সন্তানের লাশ চাচ্ছে তার মা। একটু মাংসের দলা হলেও চলবে। তিনি শেষবার বুকে জড়িয়ে ধরবেন।
৭. মৃত ভাইয়ের লাশ শনাক্ত করে বাবাকে ফোন দিয়ে বলছে ভাইয়ের লাশ পাবার কথা।

কতোটা দুর্বিষহ!!
কতোটা তুচ্ছ এ জীবনটা!!
আদরে জিইয়ে রাখা শরীরটা এভাবে বলি হয় যায়!!
ভাবা যায়না!!
একদম ভাবা যায়না!!
মনে করতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে বারবার!!
কারণ এরই নাম জীবন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages