আমলে নেওয়া হয়নি সেই নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

আমলে নেওয়া হয়নি সেই নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন

Share This
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন।

এর আগে ২০১০ সালে চকবাজারের কাছেই নিমতলীতে কেমিকেল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৪ জনের প্রাণহানির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সমন্বয়ে বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

ওই তদন্ত কমিটির প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছিল, যা আমলে নেওয়া হয়নি আজও।

তদন্ত কমিটি রিপোর্টে বলা হয়েছিল, ২ হাজার ৭৯টি কেমিকেল গুদাম ছিল। এর মধ্যে ৮০০ বৈধ ছিল, বাকিগুলো অবৈধ। সবকটি গুদামই কেরানিগঞ্জের আশপাশে নেওয়ার সুপারিশ করা হয়েছিল প্রতিবেদনে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১০ বছরেও রাজনৈতিক কারণে এসব গুদামগুলো সরানো হয়নি। কোনো অগ্রগতিও চোখে পড়েনি।

এর মধ্যেই ঘটলো চকবাজারে অগ্নিকাণ্ড।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কেমিকেল গুদামগুলো আগে সরানো হয়েছিল। ব্যবসায়ীরা আবার সেগুলো স্থাপন করেছে।

কেমিকেল গুদামগুলো সরানোর উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন সিটি করপোরেশন চাইলে এগুলো অপসারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করবে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: