মানুষ মানুষের জন্য - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

কষ্ট করে লেখাটা পড়ার অনুরোধ করা গেলো।

হৃদরোগে আক্রান্ত এক ভাইয়ের জন্য সহযোগীতার আবেদন করছি। 

বর্তমানে তিনি কোন কাজ করতে পারছেন না। ৮ সদস্যের পরিবারে তিনি ছাড়া উপার্জন করার মত কেউ নেই (৪ মেয়ে, বৃদ্ধ মা, স্ত্রী ও এক ছেলে বয়স ৮ বসর)। দ্রুত উন্নত চিকিৎসা না দেয়া হলে তাকে বাচানো সম্ভব হবে না। আর্থিক সচ্ছলতা না থাকায় তিনি দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে এই গরিব পরিবারটির মুখে হাসি ফোটাই। 

%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25B7+%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25B7%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%259C%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25AF+%25E0%25A7%25A8

গরিব একটি পরিবারের সকলের মুখে হাসি ফুটানো ও মানুষের জীবন বাচনোর মত সওয়াবের কাজ করার সুযোগ সবসময় আমাদের কাছে আসে না। আর আমি বিশ্বাস করি এই সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই আছি যারা মানুষকে বিভিন্ন্য ভাবে সহযোগিতা করে থাকি।

আপনাদের একটু সহযোগিতাই পারে ৮ সদস্যের বিশিষ্ট একটি বড় পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যক্তিটির জীবন বাঁচানোর মাধ্যমে পুরো পরিবারটিকে বাচিয়ে রাখতে। তাই আপনাদের মধ্যে কেও যদি উক্ত পরিবারটিকে সহযোগিতা করতে চান তাহলে যে যা পারেন ০১৬৭১০২৫৮০৮ নম্বরে বিকাশ করতে পারেন। যাচাই করার জন্য উক্ত নম্বরে ফোন দিয়ে সরাসরি দেখা করতে পারেন।

যদি অার্থিক সহযোগিতা করতে না পারেন তবে এই পোস্টটি শেয়ার করে অন্যদের সহযোগীতা করার সুযোগ করে দিন। -Amazing World । বিস্ময়কর পৃথিবী

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages