সেরা সাফল্যে আনন্দের বন্যা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সেরা সাফল্যে আনন্দের বন্যা

Share This
আকবর-শরিফুলদের হাত ধরে ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবার বিশ্বজয় করেছে বাংলাদেশ। পরশু রাতে সেই অবিস্মরণীয় জয় ছুঁয়ে গেছে দেশবাসীর হৃদয়। গোটা দেশ এখন যুবাদের আকাশছোঁয়া সাফল্যে মাতোয়ারা।

কালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়োল্লাস করেছেন শিক্ষার্থীরা। তাদের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়েছে পুরো টিএসসি প্রাঙ্গন। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় পিরোজপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

সোমবার সকালে পিরোজপুর শহরের পোস্ট অফিস সড়ক থেকে ক্রিকেটপ্রেমী আজমুল হুদা নিজুমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পোস্ট অফিস সড়কে এসে শেষ হয়। এ আনন্দ মিছিলে শহরের বিভিন্ন স্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে মিছিলে অংশগ্রহণকারী ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় ক্রিকেটপ্রেমী আজমুল বলেন, ‘আমাদের দেশ এই প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমরা অনেক খুশি। আমরা চাই ক্রীড়াঙ্গনের সবকিছুতেই বাংলাদেশ এগিয়ে থাকুক।’ মিছিলে অংশ নেওয়া পিরোজপুরের ইয়ুথ সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. হাসিবুল হাসান জানান, ‘ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়ে আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এ দেশের টাইগারদের যে দমিয়ে রাখা যায় না, তারা এ ভাষার মাসে সেটা বুঝিয়ে দিয়েছে।’

বাঘ শাবকদের বিশ্বজয় উদযাপনে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাজ্য প্রবাসী তাহির আলি তার কমিউনিটির সবাইকে নিয়ে লাল-সবুজের জার্সি পরে কেক কেটেছেন। পরে সেই উদ্যাপনের একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: