চিটাগং ভাইকিংস-সিলেট সিক্সার্স ম্যাচের সবচেয়ে আলোড়িত হওয়ার মতো ঘটনা তাসকিনের ইনজুরিটাই। এর আগের বড় চরিত্র মোহাম্মদ আশরাফুল। তাঁর দুই ক্যাচ মিস এবং ওপেনার হিসেবে নেমে শূন্য রানে আউট হওয়া। সিলেটের ২৯ রানের জয়টা টুর্নামেন্টের বিবেচনায় গুরুত্বহীন বলেই অন্য ঘটনাগুলো হয়ে গেছে গুরুত্বপূর্ণ।
আশরাফুল শুরুর দিকে দুটি ম্যাচে ছিলেন চিটাগং ভাইকিংসের একাদশে। ৩ ও ২২ রানের দুটি ইনিংসের খেসারতে সেই যে সেরা ১১ থেকে ছিটকে গেলেন, ফিরতে পারছিলেন না কিছুতেই। দলের প্লে-অফ নিশ্চিত হওয়ার পর অবশেষে গতকাল আবার একাদশে ম্যাচ পাতানোর দায়ে বিপিএলে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই ক্রিকেটার। তাতে ফিল্ডিংয়ের সময় মিড উইকেট বাউন্ডারিতে পর পর দুই বলে ছাড়েন দুটি ক্যাচ। সেই মিসের প্রায়শ্চিত্ত ব্যাটিংয়ে করবেন আশরাফুল? সে আশায় গুড়ে বালি। ওপেনার হিসেবে নেমে মুখোমুখি দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ