মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সিলেট বিভাগে নতুন করে ২৮২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে ২০৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া আরও দুইজনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টিনে থেকে ছাড়পত্র পেয়েছেন ১১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারে ২১ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে থেকে ছাড়পত্র পেয়েছেন একজন।
তিনি আরও জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট ৬৫৮ জন কোয়ারেন্টিনে রয়েছেন। -সুরমা নিউজ
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন