একজন ফয়েজ উদ্দিন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

একজন ফয়েজ উদ্দিন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
ফয়েজ উদ্দিন, ফুটবল জগতে সুপরিচিত একটি নাম। ইংল্যান্ডের নরদাম্বারল্যান্ড ফুটবল এসোসিয়েশন এর সিনিয়র রেফারী হিসেবে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্ব সাবেক এই ফুটবলার।

ফয়েজ উদ্দিন সিলেটের লালাবাজারে জন্ম গ্রহণ করেন। লম্বা গড়নের মানুষটি ’২০’র দশকে সিলেট সিটি কর্পোরেশনে একটি পদে কর্মরত ছিলেন।

তিনি ১৯৮৯ সালে বিশ্বনাথ রামসুন্দর কলেজ থেকে এসএসসি এবং ১৯৯১ সালে বিশ্বনাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন।
পরে সিলেট সরকারি কলেজ থেকে বিএ পাস করার পর ১৯৯৬ সালে সিলেট ল’ কলেজে ভর্তি হন। ‘ল’ পড়া কালেই তিনি ইংল্যান্ডে পারি দেন।

তিনি ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন। তাঁর মনে সবসময়ই ফুটবল নাড়া দিত। যার কারণে ২০০৪ সালে ইংল্যান্ডের নরদাম্বারল্যান্ড ফুটবল এসোসিয়েশন এর সিনিয়র রেফারী পদে নিযুক্ত হন।

এছাড়া তিনি দেশের ফুটবলের উন্নয়নের জন্য সবসময় কাজ করে গেছেন। বিশেষ করে লালাবাজার ইউনিয়নের ফুটবলের উন্নয়নের জন্য।

%25E0%25A6%25B8%25E0%25A6%25AE%25E0%25A7%259F%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25B8%25E0%25A6%2582%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25AA24+1

সত্যি তিনি ফুটবলকে মনে প্রাণে লালণ করেন। যার কারনে লালাবাজার স্কুল এন্ড কলেজের মাঠে আনুষ্ঠিত স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এ সুদূর  ইংল্যান্ড থেকে এসে নিজ অর্থায়ণে রেফরীর দায়িত্ব পালন করছেন। এছাড়া এই টুর্নামেন্টের সার্বিক সাহায্য সহযোগীতার হাত প্রসারিত করে আছেন। খেলাধূলার জন্য এই রকম বড় মনের মানুষ খুব কমই হয়।

লালাবাজার ইউনিয়ন ক্রিয়া চক্রের আয়োজনে যে স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর সার্বিক পৃষ্ঠপোষক লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউ.কে এর তিনিও একজন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages