২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

Share This

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গেলো কয়েকটি আসরের ধারাবাহিকতায় এবারো নারী ও পুরুষদের দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। বছরের শুরুতে ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ চলবে আইসিসি টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ। পরে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলা আসরে নির্ধারিত হবে পুরুষদের শিরোপা।

ক্রিকেটের আসন্ন মেগা ইভেন্ট আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে যখন দল গোছাতে ব্যস্ত ক্রিকেট খেলুড়ে দেশগুলো, ঠিক তখনই সংস্থাটি প্রকাশ করলো টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি।

আইসিসির করা নতুন নিয়মানুযায়ী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে 'সুপার টুয়েলভ'এ। এ কারণে বাড়তি মাশুলটা গুনতে হচ্ছে বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে। টাইগারদের পাশাপাশি প্রথমপর্বের মোড়কে বাছাই পর্বের বাধা পেরিয়ে মূল পর্বে খেলতে হবে ২০১৪ আসরের শিরোপা জয়ীদেরও।

প্রাক-বাছাই পর্ব থেকে উঠে আসা ৬টি দলকে দু'ভাগ করে 'এ' গ্রুপে শ্রীলঙ্কা আর 'বি' গ্রুপে যুক্ত হবে সাকিব বাহিনী। বাছাই গ্রুপের সেরা দুইয়ে থাকলে তবেই সুপার টুয়েলভে স্থান পাবে তারা। তবে গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের দেখা পাবেনা ক্রিকেটপ্রেমীরা।

চূড়ান্ত ও বাছাই পর্ব মিলে মোট ১৬ দলের অংশগ্রহণে অস্ট্রেলিয়ার ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৪৫টি ম্যাচ। সিডনিতে ২৪শে অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তানের ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে চূড়ান্ত পর্ব। আর ১৫ নভেম্বর এমসিজিতে ফাইনালের মধ্যে দিয়ে বিশ্ব পাবে নতুন চ্যাম্পিয়নদের।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: