বিত্তবানদের সহায়তায় বাঁচতে চায় ৫ বছরের শিশু সৃজন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিত্তবানদের সহায়তায় বাঁচতে চায় ৫ বছরের শিশু সৃজন

Share This


বিত্তবানদের সহায়তায় বেঁচে থাকতে চায় ৫ বছরের ফুটফুটে শিশু সৃজন। সৃজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসাধীন রয়েছে। 

সুনামঞ্জের জগন্নাথপুর উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকাধীন গুংগিরগাঁও-এর করুণা দেব ও মঞ্জু রাণী দেব’র শিশুপুত্র সৃজন দেবনাথ-এর বর্তমান বয়স ৫বছর। খেলাধুলা ও হাসি-খুশির এ বয়সেই জটিল কিডনি রোগ (নেফ্রটিক সিন্ডম)-এ আক্রান্ত সে। প্রথমে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন শিশু বিশেষজ্ঞ ডা.মনজ্জির আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। বিশেষজ্ঞ ওই চিকিৎসকের পরামর্শে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫ মাস ধরে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৩ নং ওয়ার্ডের শিশু নেফ্রলোজি বিভাগের ৯নং বেডে শয্যাশায়ী।

হত-দরিদ্র পিতা ও প্রতিবন্ধী মায়ের সন্তান সৃজন দেবনাথ-এর চিকিৎসায় আত্মীয় স্বজনরা ইতোমধ্যে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয় করে অপারগতায় হাত গুটিয়ে নিয়েছেন। বর্তমানে শিশুটির চিকিৎসা বাবদ দৈনিক ব্যয় ৩ থেকে ৪ হাজার টাকা। দরিদ্র পরিবার ও স্বজনদের পক্ষে দীর্ঘমেয়াদী এ চিকিৎসা ব্যয় সংকুলান করা সম্ভব না হওয়ায় তারা দেশের বিত্তবানদের আর্থিক সহায়তা কামনা করেছেন।

অসহায় পরিবারের এ শিশুকে বাঁচাতে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন তার স্বজনরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে ০১৭৪৭-১৪৯৯২০ (বিকাশ) নাম্বারে আর্থিক সহায়তা পাঠাতে ও প্রয়োজনে পরিবারে পক্ষে বাবুল চন্দ্র নাথ (০১৭৪৭-১৪৯৯২০)-এর সাথে যোগাযোগ করতে পারেন সমাজের বিত্তবানদের অনুরোধ জানিয়েছেন শিশু সৃজনের পিতা। -সিলেটটুডে২৪ ডট কম


-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: