শ্রীলংকা ক্রিকেট দল নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে কোচ চন্ডিকা হাথুরুসিংহকে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতায় ও নির্বাচক হয়েও দায়িত্বে অবহেলায় এ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড।
নিয়মে না থাকলেও হাথুরুর দাবি মেনে শ্রীলংকার ক্রীড়া আইনে পরিবর্তন করে হাথুরুকে জায়গা দেয়া হয় নির্বাচক কমিটিতে। কিন্ত গেল বছর ২৯ টি ওয়ানডের মধ্যে ২৩ টিতেই হেরেছে লংকানরা। তাই দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর নির্দেশে সরিয়ে দেয়া হয় তাকে। অবশ্য হঠাৎই নির্বাচকের দায়িত্ব থেকে বাদ দেয়ায় অখুশি বাংলাদেশের সাবেক এই কোচ। তাই শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব থেকে হাথুরুর পদত্যাগ করার গুঞ্জনও শোনা যাচ্ছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন