এশিয়া কাপের ১৪তম আসরের পর্দা উঠছে ১৫ সেপ্টেম্বর। উক্ত আসরে লড়াই করবে ছয় দল। কিন্তু ১৫ সেপ্টম্বর, আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। একটি দল বাঁছাই পর্ব পেরিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লড়বে। অবশেষে এশিয়া কাপ কোয়ালিফাইয়ারের ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে দুই উইকেটে হারিয়ে ষষ্ঠ দল হিসেবে আসন্ন এশিয়া কাপে জায়গা করে নিয়েছে হংকং।
ফলে টুর্নামেন্টে অংশ নেয়া ছয় দল হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, পাকিস্তান এবং হংকং।
১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর সবগুলো খেলাই হবে আরব আমিরাতের দুই শহর দুবাই ও আবুধাবিতে।এশিয়া কাপের সর্বশেষ তিন আসরই হয়েছে।
আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ওই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা। দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি করে দল খেলবে সুপার ফোরে। যেখানে চার দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখানের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ।
এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচী:
১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)।
১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম হংকং (দুবাই)।
১৭ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)।
১৮ সেপ্টেম্বর- ভারত বনাম হংকং (দুবাই)।
১৯ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই)।
২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)।
সুপার ফোর
২১ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্সআপ (দুবাই)।
২১ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্সআপ (আবুধাবি)।
২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-এ রানার্সআপ (দুবাই)।
২৩ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)।
২৫ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই)।
২৬ সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)।
ফাইনাল
২৮ সেপ্টেম্বর (দুবাই)।
*সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ