উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করার পদ্ধতি আবিষ্কার করেছেন। গবেষণার বিষয়টি বিস্তারিত জানানোর জন্য আগামীকাল বুধবার সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে হেকেপ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বলে জানান গবেষণা দলের অন্যতম সদস্য মানস কান্তি বিশ্বাস।
জানা যায়, বুধবার অনুষ্ঠিতব্য ঐ সংবাদ সম্মেলনে রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্ত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
তখন গবেষণা দলের প্রধান অধ্যাপক ড. ইয়াসমিন হক গবেষণার উপর একটি প্রবন্ধ উপস্থাপন করবেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ