বিশ্বনাথে বিএনপি নেতা গ্রেপ্তার - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

বিশ্বনাথে বিএনপি নেতা গ্রেপ্তার

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা আবারক আলী মেম্বারকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের মৃত আসদ আলীর ছেলে। সোমবার গভীর রাতে তাকে করপাড়া গ্রাম থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনপি নেতা আবারক আলী কে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, বিএনপি নেতাকে বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, চলিত বছরের ৪ ফেব্রুয়ারী পুলিশের অনুমতি ছাড়া বিশ্বনাথে মিছিল করা ও লিফলেট বিতরণ করে নাশকতা সৃষ্টির পায়তারার অভিযোগে উপজেলা বিএনপির ১১জনের নাম উল্লেখ করে আরও ৪০জনকে অজ্ঞাতনামা আসামি রেখে থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৪।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages