সাকিবের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সাকিবের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা

Share This

আগামী ৬ মার্চ থেকে কলম্বোয় শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। তিনজাতির এই টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে সাকিব আল হাসানও রয়েছেন।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিবের হাত এখনও পুরোপুরি ঠিক হয়নি। মাঝে মাঝে ফুলে যাচ্ছে। সাকিব কবে খেলার জন্য ফিট হবেন তাও নিশ্চিত নয়। তবে সার্বিক দিক বিবেচনা করে তাকে দলে রাখা হয়েছে।

নিদাহাস ট্রফিতে বাংলাদেশের ১৬ সদস্যের দল হল: সাকিব (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম, ইমরুল, মুশফিক, সৌম্য, সাব্বির, আরিফুল হক, মোস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ, রুবেল, তাসকিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, নাজমুল ইসলাম অপু ও নুরুল হাসান সোহান।

ডাক পাওয়া ক্রিকেটাররা শ্রীলঙ্কার উদ্দেশে আগামী চার মার্চ কলম্বোর উদ্দেশে রওয়ানা হবেন। ইনজুরির কারণে দেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কা সিরিজে ছিলেন না সাকিব। তার বদলে মাহমুদউল্লাহ গত সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইমরুল ও তাসকিন অফফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পাননি।

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা জাকির, মেহেদি, আফিফকে বাদ দেয়া হয়েছে।

নিদাহাস ট্রফিতে বাংলাদেশের হেড কোচ থাকবেন কোর্টনি ওয়ালশ এবং টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ