যে সকল চ্যানেলে সরাসরি দেখাবে এশিয়া কাপ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

যে সকল চ্যানেলে সরাসরি দেখাবে এশিয়া কাপ

Share This

আর মাত্র ৬ দিন বাকি এবারের এশিয়া কাপের।৬ দিন পরই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্ব ক্রিকেট আসর ইউনিমনি এশিয়া কাপ ২০১৮। আইসিসির পূর্ণাঙ্গ পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে প্রতিযোগিতায় আরো অংশ নিবে সহযোগী দেশ হংকং। দেশি বিদেশি অনেক চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে আসন্ন এ প্রতিযোগিতার ম্যাচগুলো।প্রথমবারের মতো ছয় দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টে দুটি গ্রুপ করা হয়েছে। গ্রুপ ‘এ’ তে থাকছে ভারত ও পাকিস্তানের সাথে বাছাইপর্ব থেকে জায়গা করে নেয়া হংকং। আর গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কার ও আফগানিস্তান।উভয় গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার ফোরে। এই রাউন্ডে একটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে। সুপার ফোরের সেরা দুই দল ফাইনালে উঠবে।উদ্বোধনী ম্যাচে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।গ্রুপ পর্বে বাংলাদেশের আরো মুখমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।

এক নজরে যে সকল চ্যানেলে সরাসরি দেখাবে এশিয়া কাপ

বাংলাদেশ চ্যানেল- বিটিভি,গাজী টিভি, র‍্যাবিটহোল (ইউটিউবএ সরাসরি)।
ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান চ্যানেল- ডিডি ন্যাশনাল (ডিডি ১),স্টার স্পোর্টস, ডিডি স্পোর্টস।
অস্ট্রেলিয়া চ্যানেল- ফক্স স্পোর্টস।
যুক্তরাজ্য চ্যানেল- স্কাই স্পোর্টস ক্রিকেট।
কানাডা চ্যানেল- এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওইয়ার্ক)।
দক্ষিণ আফ্রিকা চ্যানেল- সুপার স্পোর্টস।
যুক্তরাষ্ট্র চ্যানেল- উইলো টিভি।
মালয়েশিয়া চ্যানেল- অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি।
মধ্যপ্রাচ্য চ্যানেল- ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি।
সিঙ্গাপুর চ্যানেল- স্টার ক্রিকেট।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: