বিশ্বকাপের আগে চোটের মিছিল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিশ্বকাপের আগে চোটের মিছিল

Share This

স্পোর্টস ডেস্ক: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৮৬ দিন বাকি। কিন্তু ফুটবল মহাযজ্ঞের মাহেন্দ্রক্ষণ যত এগিয়ে আসছে, ইনজুরির মিছিল ততই দীর্ঘ হচ্ছে। চোটের অশুভ থাবায় অনেক তারকাই বিশ্বকাপের ট্রেন মিসের শঙ্কায় আছেন।

তারকাদের ইনজুরির মিছিলের অগ্রভাগে আছেন নেইমার ও ম্যানুয়েল নুয়ার। গত সপ্তাহে চোট পেয়েছেন হ্যারি কেন। বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন স্পেনের থিয়েগো আলকানতারা। সেই তালিকায় গিয়ে নবতম সংযোজন অ্যাটলেটিকো মাদ্রিদের ব্রাজিলীয় ডিফেন্ডার ফিলিপ লুইস।

পায়ের ফিবুলা হাড় ভেঙেছে তার। স্ক্যানের পর চিকিৎসকরা মনে করছেন, বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে লুইসকে। তবে এই ইনজুরি বিশ্বকাপে প্রভাব ফেলবে কিনা সেটা এখনও বোঝা যাচ্ছে না।

বিশ্বকাপে দলের প্রাণভোমরা নেইমারকে নিয়েও পুরোপুরি নিশ্চিত নন ব্রাজিল কোচ তিতে। তিনি নিজেই বলেছেন, ‘সবার আগে স্বাস্থ্যের দিকটা দেখতে হবে। সেটা যতই বিশ্বকাপ হোক। নেইমারকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না।’

কোচের কথায় স্পষ্ট যে, নেইমারকে ছাড়াও চিন্তাভাবনা শুরু করেছে ব্রাজিল। নুয়ারকে নিয়ে সমস্যা একটু বেশিই। গত ১২ মাসে তিনবার পায়ের পাতার হাড় ভেঙেছেন বার্য়ান মিউনিখের জার্মান গোলকিপার। বেশিরভাগ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে, পুনর্বাসন প্রক্রিয়াতে। তবে আশা রাখছেন নুয়ার, ‘ধীরে ধীরে সুস্থ হচ্ছি। এখনও তো অনেকটা সময় বাকি।’

কিন্তু নুয়ার আশা রাখলেও দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল, এমনকি ক্লাব ফুটবলের বাইরে থাকার পর সরাসরি বিশ্বকাপে খেলা ঝুঁকি হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।

টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন নিজে মনে করছেন, বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। সমর্থকরাও চাইছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠার পর আর যেন ইনজুরিতে না পড়েন টটেনহ্যাম ফরোয়ার্ড। এদের পাশাপাশি বড় চোট সারিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন কলম্বিয়ার হুয়ান কুয়াদার্দো ও আইসল্যান্ডের গিলফি সিগুর্ডসন। ওয়েবসাইট।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ