এবার বন্ধ হলো টুইটার, স্কাইপ ও ইমো - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

এবার বন্ধ হলো টুইটার, স্কাইপ ও ইমো

Share This

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খোলার তিন দিনের মাথায় আজ বন্ধ করে দেওয়া হয়েছে টুইটার, স্কাইপ ও ইমো। এছাড়া হোয়াটসঅ্যাপ ও ভাইবার এখনও বন্ধ রয়েছে।


বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) আজ সন্ধ্যায় এক চিঠিতে দেশের সকল মোবাইল ফোন অপারেটর এবং টেলিকম সার্ভিস প্রোভাইডারদের অতিদ্রুত এই সার্ভিসগুলো বন্ধের নির্দেশ দিয়েছে।
আজ সন্ধ্যা ৭টায় এই নির্দেশনা মোবাইর অপারেটরদের কাছে গিয়ে পৌঁছেছে বলে জানা গেছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে ১৮ নভেম্বরে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে ওয়াটসঅ্যাপ, ভাইবার, ট্যাংগো, মাইপিপল ও লাইন বন্ধ করে দেয় সরকার। টানা ২২ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ফেসবুক খোলার ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এখন আর নিরাপত্তা ঝুঁকি না থাকায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। তবে হোয়াটস অ্যাপ ও ভাইবারসহ কিছু অ্যাপস আরো কিছুদিন বন্ধ থাকবে।