দুর্নীতি মামলায় কারাবন্দি আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদার অংশগ্রহন অনেকটা অনিশ্চিত।
বেগম জিয়া বগুড়া ৬ ও ৭ আসনে নির্বাচন করেন, এজন্য এসব আসন থেকে কেউ মনোনয়ন তুলেননি। তবে খালেদার নির্বাচন শঙ্কায় দুই আসন থেকে মোট ৬ জন বিএনপি নেতা মনোনয়ন সংগ্রহ করেছেন।
কেননা খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলে, দলের সিদ্ধান্তে সেখান থেকে মনোনয়ন পাবেন নেতারা।
ওই দুই আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন ১৬ নভেম্বর শুক্রবার বগুড়া-৬ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (ভিপি সাইফুল), সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়ন জমা দিয়েছেন। বগুড়া-৭ আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ