দিরাইয়ে বাসের চাপায় সরুফা বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১১টায় দিরাই মদনপুর সড়কের সুজানগর নামক স্থানে এই ঘটনাটি ঘটে। নিহত মহিলা উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সরুফা বেগম সুজানগর গ্রামের বাসিন্দা সোয়েব আহমদ চৌধুরীর আত্মীয়। তিনি ঈদ উপলক্ষ্যে এখানে বেড়াতে এসেছেন।
গতকাল সরুফা বেগমের নিজ বাড়িতে যাওয়ার সময় অটোরিকশায় উঠতে গেলে বেপরোয়া বাসের চাপায় আহত হন এই মহিলা। পরে স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ