৪৫তম বিজয় দিবস উপলক্ষ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল ছবিতে লাল সবুজের জাতীয় পতাকা যুক্ত করতে উদযাপনের অভিনব উদ্যোগ নিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
এ উপলক্ষে শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে একটি অ্যাপ্লিকেশনের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
‘আসুন রাঙি বিজয়ের রঙে’ শিরোনামে বিজয় দিবস উদযাপন করতে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কোনো ফেসবুক ব্যবহারকারী এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এর জন্য শুধু www.bijoy71.net অফিসিয়াল ওয়েব অ্যাপ্লিকেশন থেকে প্রোফাইল ছবিতে জাতীয় পতাকা যুক্ত করতে ‘প্রোফাইল ছবি পরিবর্তন করুন’ বাটনে ক্লিক করতে হবে।
এ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর প্রোফাইল পিকচারে বাংলাদেশের জাতীয় পতাকা যুক্ত হয়ে যাবে।
১২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরো বিজয়ের মাস জুড়ে অ্যাপ্লিকেশনটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তথ্য ও যোগাযোগ বিভাগের সহায়তায় অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান ইজি টেকনোলজি লিমিটেড এ ইভেন্ট পরিচালনা করবে।