'চার ক্রিকেটারের নাম বলবো, ব্যক্তিগত জীবনটা দেখবেন' - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

'চার ক্রিকেটারের নাম বলবো, ব্যক্তিগত জীবনটা দেখবেন'

Share This
'চার ক্রিকেটারের নাম বলবো, ব্যক্তিগত জীবনটা দেখবেন' - মাশরাফি
বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হলেও উন্নতি নেই দেশের তরুণ ক্রিকেটারদের। তাইতো তরুণদের এই দিকটা নিয়ন্ত্রনের পরামর্শ দিলেন জাতীয় দলের ওয়াডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি মনে করেন তরুণদের উচিত সিনিয়র ক্রিকেটারদের অনুসরণ করা। এই বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন,‘ আমি চারজন ক্রিকেটারের নাম বলবো। মাহমুদউল্লাহ্‌ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল- এদের ব্যক্তিগত জীবনটা একবার দেখবেন। ওদের ব্যক্তিগত জীবনের প্রভাব কিন্তু ওরা মাঠে এসে পাচ্ছে।’

মাশরাফি বললেন, একজন খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনই নির্ধারণ করে দেয় তার ক্যারিয়ার অথবা মাঠে তার কেমন পারফরমেন্স হবে।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আসলে এটা অনেক স্বাভাবিক। একজন মানুষের ব্যক্তিগত জীবন যত স্মুথ হবে, তার পারফরমেন্সও তত স্মুথ হবে। একটার সাথে একটা অনেক বেশি সংযুক্ত। এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ।’

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিয়া হয়েছিলো আফিফ, জাকির হাসান, মেহেদি, আরিফুল, নাজমুল অপু, এবং আবু জায়েদকে। তারা সবাই ভালো পারফরম্যান্স করেই জাতীয় দলে এসেছে। কিন্তু দলে এতো অভিষেকের পরও পরাজয়ের নিয়েই শেষ করতে হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ