আমির কাঁদলেন, জড়িয়ে ধরলেন হাফিজ-আজহার! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

আমির কাঁদলেন, জড়িয়ে ধরলেন হাফিজ-আজহার!

Share This

মোহাম্মদ আমিরের সঙ্গে এক ড্রেসিংরুমে থাকা সম্ভব না বলে আগেই বলে দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। পরে তার সঙ্গে যোগ দেন পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলিও। কিন্তু শুক্রবার অনুশীলনে ঘটেছে অন্য রকম ঘটনা। হাফিজ ও আজহারের কাছে মাফ চেয়ে কেঁদে ফেলেছেন আমির। তাকে বুকে টেনে গলা মিলিয়েছেন হাফিজ ও আজহার।

আমিরকে নিজেদের পক্ষ থেকে মাফ করে দিয়েছেন বলেও দাবি করেছেন হাফিজ ও আজহার। কিন্তু তারা তাদের আগের কথা থেকে সরেননি। অর্থাৎ আমিরের সঙ্গে এক দল ও এক ড্রেসিংরুমে থাকতে চান না পাকিস্তান দলের অন্যতম দুই ভরসা।

এই পরিস্থিতিতে আমির বলেছেন, তার দলে থাকার কারণে যদি দলের পরিবেশ নষ্ট হয়, তবে তিনি দল ছাড়তে প্রস্তুত আছেন। এ দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাফিজ ও আজহারকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এক সপ্তাহ সময় বেধে দিয়েছে।

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ২৬ জনের ফিটনেস ক্যাম্প আয়োজন করেছে পিসিবি। ওই ক্যাম্পেই ডাকা হয়েছে আমিরকে। ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে এ বছরের শুরুতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেন আমির। পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) খেলেন তিনি। নিষিদ্ধ হওয়ার আগে যেমন পারফর্ম করেছিলেন, আমির এখনও পারফর্ম করছেন সেভাবেই।

আমিরের পারফর্মে সন্তুষ্ট হয়ে তাকে দলে ডেকেছে পিসিবি। কিন্তু তার অন্ধকার অতীতের কারণে তাকে সহজে নিতে পারছেন না হাফিজ ও আজহার। বিপিএলে আমির যে দলে খেলেছেন, সেই দলে ডাকা হয়েছিলো হাফিজকেও। কিন্তু তিনি আমিরের সঙ্গে খেলতে হবে বলে রাজি হননি।

হাফিজ ও আমির রাজি না হলেও পাকিস্তান দলের অন্য কারো আমিরের সঙ্গে খেলার ব্যাপারে আপত্তি নেই বলেই জানা গেছে। শুক্রবার অনুশীলনের সময় পিসিবির প্রতিনিধি দলের সবাইকে লক্ষ্য করে জিজ্ঞেস করেন, কারা কারা আমিরের সঙ্গে খেলতে চাও, হাত তুলো। এতে সবাই হাত তুলে। কিন্তু তখন হাফিজ ও আজহার উপস্থিত ছিলেন না। পরে তারা এলে তাদের কাছে ক্ষমা চান আমির। এ সময় কেঁদে ফেলেন তিনি।