গায়েবের ঘটনায় বড় পুকুরিয়া কয়লা খনির ২১ কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া বড় পুকুরিয়া কয়লা খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল আওরঙ্গজেবকে পহেলা আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য দুদকে উপস্থিত হতে বলা হয়েছে।
তিনি বলেন, খনির সাবেক এমডি এস এম নূরুল আওরঙ্গজেবকে আগামী ১ আগস্ট দুদকে হাজির হতে বলা হয়েছে। এর আগে যে চার কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল, তারাও এই তালিকায় আছেন।
সোমবার (৩০ জুলাই) সকালে বিদেশ যেতে না দেয়া সংক্রান্ত একটি চিঠি ইমিগ্রেশন পুলিশকে পাঠায় দুদক। এতে বলা হয়, বড়পুকুরিয়ায় খনি থেকে কয়লা গায়েবের সঙ্গে সংশ্লিষ্ট ২১ জন ব্যক্তি সপরিবারে দেশ ত্যাগ করার চেষ্টা করছে। তাই তারা যাতে কোনভাবেই দেশের কোন ইমিগ্রেশন থেকে দেশত্যাগ করতে না পারে সেই জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে ইমিগ্রেশন পুলিশকে। সেজন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এর আগে গত ২৩ জুলাই দুর্নীতির এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুদক। দুদকের উপপরিচালক শামছুল আলমকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক তাজুল ইসলাম।
এছাড়া এই তদন্ত কমিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দুদকের পরিচালক কাজী শফিক।
এদিকে কয়লা সরবরাহ না হওয়ায় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন গত সপ্তাহ থেকে বন্ধ রয়েছে। এ কারণে রংপুর বিভাগের আট জেলায় বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ