স্পোর্টস ডেস্ক: সম্মান রক্ষার লড়াই অ্যাশেজে লজ্জাজনক হারের পর মাথা নিচু হয়ে আছে ইংল্যান্ডের। সেই হারের রেশ কাটতে না কাটতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে ওয়েলস অব ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ডের ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন বেন স্টোকস।
বেন স্টোকস ছাড়াও ইংল্যান্ডের টি-২০ দলে জায়গা পেয়েছেন জেমস ভিন্স। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে মাত্র ২৬.৮৮ গড়ে ২৪২ রান করেন তিনি।
![]() |
বাদ পড়লেন মঈন আলী |
অন্যদিকে বাদ পড়েছেন স্পিন অলরাউন্ডার মঈন আলী। মূলত তাকে বাদ দিয়েই ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলে নেয়া হয়েছে জেমসকে।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল :ইয়ান মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার, টম কুরান, লিয়ান ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ