ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে সাকিব - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে সাকিব

Share This

ডেস্কঃ বিদায় নিতে চলেছে ২০১৭ সাল। নতুন বছর শুরুর আগে বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসানের জয়গান। ক্রীড়াঙ্গনে সাফল্য ও ব্যর্থতার হিসেব-নিকেশে সাকিব জায়গা করে নিয়েছেন ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ২০১৭ সালের বর্ষসেরা টেস্ট দলে।

বর্ষসেরা একাদশগুলোতে নিয়মিত মুখ সাকিব। কদিন আগেই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার আগে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন তিনি।

ক্রিকইনফোর বিশেষজ্ঞদের বিচারে সাকিব সেরা অলরাউন্ডার হিসেবে এই দলে জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধেও দারুণ কীর্তি দেখিয়েছেন এ বাঁহাতি।

২০১৭ সালে সাকিব সাতটি টেস্ট খেলেছেন। যেখানে ৪৭.৫০ গড়ে দুটি সেঞ্চুরি সহ করেছেন ৬৬৫ রান। এ সময় নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর শ্রীলঙ্কার কলম্বোয় টাইগারদের শততম টেস্ট জয়ে প্রথম ইনিংসে ১১৬ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

পাশাপাশি বল হাতেও অসাধারণ ছিলেন সাকিব। সাদা পোশাকের ফরম্যাটে ৩.১৮ ইকোনোমিতে নিয়েছেন ২৯টি উইকেট। ঘরের মাঠে বাংলাদেশের অস্ট্রেলিয়া বধে মিরপুরে দুই ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েছিলেন তিনি।


ক্রিকইনফোর টেস্ট একাদশ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), ডিন এলগার (দ. আফ্রিকা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), চেতশ্বর পুজারা (ভারত), কুইন্টন ডি কক (দ. আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দ. আফ্রিকা), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: