আন্তর্জাতিক ডেস্ক: মাদ্রাসার ভেতর ৫১ জন ছাত্রীকে আটকে রেখে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি চলত একেবারে গোপনে। অবশেষে সেখান থেকে উদ্ধার করা হয়েছে নির্যাতনের শিকার ওই ৫১ ছাত্রীকে। যৌন নির্যাতনের অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে ওই মাদ্রাসার ব্যবস্থাপককে।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌ শহরের শাহাদাতগঞ্জ এলাকার খাদিজাতুল কুবরা লিলাবনাত মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হওয়া মাদ্রাসা ব্যবস্থাপকের নাম মুহাম্মদ তৈয়ব। গতকাল শনিবার তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, শাহাদাতগঞ্জের ওই মাদ্রাসায় ১২৫ ছাত্রী পড়াশোনা করে। নিয়মিত তাদের ওপর চলত যৌন নির্যাতন। কেউ প্রতিবাদ করলে মারধর করাও হতো।
পরে কয়েকজন ছাত্রী একটি কাগজের টুকরোয় নির্যাতনের কথা লিখে জানালা থেকে ছুড়ে দেয়। প্রতিবেশীরা ওই কাগজ দেখার পর বিষয়টি জনসমক্ষে আসে। এর পরই খবর যায় পুলিশের কাছে। পরে ওই মাদ্রাসায় হানা দিয়ে ৫১ বন্দি কিশোরীকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন