সবার মনেই ফেব্রুয়ারীর বিভিন্ন দিবসের আমেজ চলছে। কিন্তু চারপাশের এতো আনন্দের মাঝে হাসপাতালের বেডে শুয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে সানজিদা আক্তর নামের এক সাত (০৭) বছরের বালিকা।
সাত বছরের এই সানজিদা একজন ২য় শ্রেণীর মেধাবি ছাত্রী। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, এই ছোট্ট বাচ্চা মেয়েটির মাথায় বাসা বেঁধেছে ঘাতকব্যাধী ব্রেইন টিইমার।
ছোট্ট সাদমানকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু তার হতদরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা যোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সানজিদার বাবা সমাজের সামর্থ্যবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আসুন, এই ভাষার মাসে একজন ছোট মেধাবী ছাত্রীকে নিজের সামর্থ অনুযায়ী অল্প অল্প করে সাহায্য করে এই ভাষার মাসকে আরও মধুর করে তুলি। আমাদের সবার সম্মিলিত সাহায্যের মধ্য দিয়েই হাসি ফুটে উঠবে একটি পরিবারের মুখে। একজন ছোট্র মেধাবী মেয়ের মুখে।
এই মিষ্টি মুখের সম্ভাবনাময়ী মেয়েটিকে বাঁচাতে সবার সহায়তা কামনা করছি। অর্থ দিয়েই শুধু সাহায্য করা যায় এমনটা নয়, ওর জন্য দোয়া করতে পারেন আপনি অথবা আপনার করা একটি শেয়ার থেকে কোন সামর্থ্যবান মানুষের চোখে পরতে পারে এই পোষ্ট। একটু হলেও তৈরি হতে পারে এই মেয়েটির বেঁচে থাকার সম্ভাবনা।
যোগাযোগ : 01738179574 (বাবা)
নাম: সানজিদা আক্তার
পিতার নাম: সাজু মিয়া
মাতার নাম: নাজমা বেগম
ঠিকানা: মেন্দিবাগ মসজিদ সংলগ্ন
বিকাশ নম্বর: 01781592050
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন