‘রাস্তা দিয়ে হাঁটি যখন বোকার মতো চেয়ে থাকো/বলছি শোনো সাহস নিয়ে সামনে এসে আমায় ডাকো…’ রবিউল ইসলাম জীবনের কথায় এমনই একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা পড়শী। ‘রাস্তা’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন জুয়েল মোর্শেদ।
এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘নতুন নতুন গানে সকলের ভালোবাসা নিজের করে নিতে চাই। এবারের গানটি একেবারে অন্যরকম। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।’
অন্যদিকে জুয়েল মোর্শেদ বলেন, ‘প্রায় সাত বছর আগে জীবন ভাইয়ের কাছ থেকে এই গানটির কথা নিয়েছিলাম। কাজ করতে গিয়ে হঠাৎ লিরিকটি চোখে পড়ে। পড়শীর কণ্ঠ মাথায় রেখেই সুর-সংগীত করেছি। পড়শী এ ধরনের গান আগে করেনি। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘পড়শীর জন্য এর আগেও অনেকগুলো গানের কথা লিখেছি। তবে একটি সবগুলোর চেয়ে আলাদা। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’
‘ধ্রব মিউজিক স্টেশন’-এর ব্যানারে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে। এরপর আসবে অফিসিয়াল ভিডিও।
অন্যদিকে জুয়েল মোর্শেদ বলেন, ‘প্রায় সাত বছর আগে জীবন ভাইয়ের কাছ থেকে এই গানটির কথা নিয়েছিলাম। কাজ করতে গিয়ে হঠাৎ লিরিকটি চোখে পড়ে। পড়শীর কণ্ঠ মাথায় রেখেই সুর-সংগীত করেছি। পড়শী এ ধরনের গান আগে করেনি। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘পড়শীর জন্য এর আগেও অনেকগুলো গানের কথা লিখেছি। তবে একটি সবগুলোর চেয়ে আলাদা। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’
‘ধ্রব মিউজিক স্টেশন’-এর ব্যানারে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে। এরপর আসবে অফিসিয়াল ভিডিও।
সময়ের সংলাপ24/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন