ব্যবহারকারীদের এবার চমকে দেবার মত দারুণ সুখবর দিলেন ফেসবুক কর্তৃপক্ষ! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ব্যবহারকারীদের এবার চমকে দেবার মত দারুণ সুখবর দিলেন ফেসবুক কর্তৃপক্ষ!

Share This


– দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পরখুলে দেওয়া হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেসবুক খুলে দেয়ার ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।


এদিকে, ফেসবুক খুলে দেওয়ার একদিন পরই ব্যবহারকারীদের এবার চমকে দেবার মত দারুণ সুখবর দিলেন ক্ষোদ ফেসবুক কর্তৃপক্ষই।সুখবরটি হলো এবার ইন্টারনেট ছাড়া বা কম গতির ইন্টারনেটে ফেসবুক চালানোর জন্য ‘অফলাইন মোড’ চালু করছে ফেসবুক।

এতো দিন ফেসবুক ব্যবহারকারীরা মনে করতো ফেসবুক চালানোর জন্য ইন্টারনেট মনেহয় অবশ্যিক। কিন্তু না। দিন বদলের এই যুগে এখন থেকে ইন্টারনেট ছাড়াই চালানো যাবে ফেসবুক। তবে ইন্টারনেট ছাড়া ফেসবুকের গতি একটু কম হবে। আর এই কম গতির ইন্টারনেটে ফেসবুক চালানোর জন্য ‘অফলাইন মোড’ চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ।

আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, কম গতির ইন্টারনেটে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, বিশেষ করে নিউজ ফিড আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক। উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে টুজি নেটওয়ার্কের আওতায় থাকা মানুষের কথা মাথায় রেখে ফেসবুকের বিশেষ হালনাগাদ সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। এতে আগে থেকে ফোনে ডাউনলোড হয়ে থাকা নিউজ ফিড পড়ে দেখার সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারী।

ফেসবুক কর্তৃপক্ষ, ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট পোস্টে মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারী। যখন ইন্টারনেট সংযোগের আওতায় ফেসবুক আসবে, তখন ওই মন্তব্যটি অনলাইনে পোস্ট হয়ে যাবে। বর্তমানে এই অফলাইনে নিউজ ফিড পড়ার ফিচারটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। খুব শিগগিরই উম্মুক্ত করা হবে সাধারন ব্যাবহারকারীদের জন্য জানিয়েছেন ফেসবুক কতৃপক্ষ।