সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জে শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার দুপুরে গোলাপগঞ্জে অটোরিকশা চালক ও স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের জের ধরে এ ধর্মঘট আহ্বান করা হয়।
গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন মিয়া বলেন, গোলাপগঞ্জ চৌমুহনীতে পরিবহন শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা ও সিএনজি অটোরিকশা ভাঙচুরের প্রতিবাদের অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দেয়া হয়েছে। শনিবার থেকে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এদিকে সংঘর্ষের বিষয়টি সমাধানের জন্য গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আজিজুর রহমান চৌধুরীসহ এলাকার মুরব্বীরা পৃথক বৈঠক করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শুক্রবার গোলাপগঞ্জ পৌরশহরের চৌমুহনী মসজিদ মার্কেট সংলগ্ন বিলাস বিতানের সামনে সিএনজি অটোরিকশা পার্ক করে রাখাকে কেন্দ্র করে গাড়ী চালক ও বিতানের কর্মচারীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে সিএনজি অটোরিকশা শ্রমিক ও স্থানীয় টিকরবাড়ি এলাকাবাসী বিরোধে জড়িয়ে পড়ে। এসময় ২৫টি সিএনজি অটোরিকশা ভাংচুর সহ স্থানীয় একটি ডেন্টাল ক্লিনিকের কাঁচের গ্লাস ভাঙচুর করা হয়। দুই ঘণ্টা ব্যাপী সৃষ্ট সংঘর্ষে সিলেট জকিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ৪ কিলোমিটার ব্যাপী দীর্ঘ যানজট সৃষ্টি হয়।-সময়ের সংলাপ24/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন