মিয়ানমারের আরাকান রাজ্য যেন এক মৃত্যুপুরীর নাম - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

মিয়ানমারের আরাকান রাজ্য যেন এক মৃত্যুপুরীর নাম

Share This

আহ! মানবতা আজ কোথায়? মানবতার মানে কী? মানবতা কাদের জন্য? মুসলিমদের জন্য সত্যিই কি মানবতা নেই? এসব প্রশ্ন শুধুই ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে। তবে কোনো সমাধান পাচ্ছিনা। এসব বিষয় নিয়ে এখন লিখতেও মন চাইছে না আর! কাকে উদ্দেশ্য করে লিখবো? কী লিখবো? সবকিছু তো আমাদের চোখের সামনে ভাসছে প্রতিনিয়ত। ‘মানবতা’, ‘মানবতাবাদী’, এই শব্দগুলো যতবেশী আওড়ানো হয় তার অর্ধেকও যদি এই শব্দের অর্থের প্রতি খেয়াল রাখা যেতো? তাহলে পৃথিবীতে কাউকে মানবতার গ্যাঁড়াকলে পিষ্ট হয়ে জীবন দিতে হতো না।

.মিয়ানমারের আরাকান রাজ্য যেন এক মৃত্যুপুরীর নাম। রোহিঙ্গা মুসলিমদের উপর ইতিহাসের বর্বরতম জঘন্যতম সব কায়দায় হত্যাকাণ্ড চালাচ্ছে অভিশপ্ত বৌদ্ধরা। জীব হত্যা মহাপাপ শ্লোগানধারী জালিম নরপিশাচ উগ্র বৌদ্ধ সন্ত্রাসীরা আরাকানের অসহায় মুসলিম ভাইবোনদের জীবন নিয়ে খেলছে অবিরত। তাদের কাছে সম্ভবত মুসলমান জীবের গণনায় পড়েনা। তাই তাদের হত্যা করা পুণ্যের কাজ মনে করছে! সেখানে প্রতিমুহূর্তে মরছে মানুষ পুড়ছে ঘরবাড়ী। পৃথিবীতে এমন কোনো জঘন্য কায়দার হত্যাকাণ্ড বাকী নেই যা অসহায় রোহিঙ্গা মুসলিমদের উপর চলছে না।

মুসলিম ভাইবোনদেরকে দা, কিরিচ, চাপাতি দিয়ে কচুকাটা কাটছে। স্বজনদের সামনে একেক করে গোটা পরিবারের সদস্যদের হত্যা করা হচ্ছে। ভারি অস্ত্র দিয়েও অসহায় নিরস্ত্র মুসলিমদের শহীদ করা হচ্ছে। ছোটছোট শিশুদের নানান কায়দায় শহীদ করছে এই সন্ত্রাসী জঙ্গিরা। অমানবিক সব নির্যাতনের পর নিরীহ মুসলিমদের আগুনে পুড়ে ভস্ম করা হচ্ছে। হেলিকপ্টার থেকে মুসলিম বসতীগুলোর উপর বৃষ্টির মতো গোলা বর্ষণ করা হচ্ছে। কোথাও সামান্য ঠাই পাচ্ছেনা নিরীহ নির্যাতিত এই জনপদের মুসলিমরা। এমনকি প্রতিবেশী মুসলিম দেশ বাংলাদেশেও!!

-আমাদের দেশের প্রতিবাদী মানবতাবাদী ভাইয়েরা রোহিঙ্গাদের পক্ষে কেনো প্রতিবাদে ফেটে পড়ছেনা? তারা অসহায় দুর্ভাগা মুসলিমদের দুর্দিনের দুরবস্থার কথা কেনো বিশ্ববাসীর কাছে তোলে ধরছে না? ফেসবুকের প্রতিবাদী জিহাদী ভাইয়েরা কই? মাজলুম রোহিঙ্গাদের পক্ষে আপনাদের প্রতিবাদী কলম চলছেনা কেনো? শুধু একে অপরের ছিদ্রান্বেষণ করা-ই আমাদের কাজ? নিজেদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে তো ফেবুপাড়ায় আগুন ধরিয়ে দিতে পারি! মতপথের বিপরীত হলেই যে কারো লুঙ্গী টেনে খুলে ফেলতে পারি! আমাদের কাজ কি শুধু এসবই?
এদেশের এতোগুলো ইসলামী রাজনৈতিক দলের কাজ কী আমার বুঝে আসেনা! প্রতিবেশী মুসলিমদের ব্যাপারে তারাও কেনো নীরবতা পালন করছে? রোহিঙ্গা মুসলিমদের হত্যা, নির্যাতন বন্ধের দাবীতে তাদের কোনো বিবৃতি, কর্মসূচী পাচ্ছিনা কেনো? বৌদ্ধ কর্তৃক রোহিঙ্গা মুসলিম নির্যাতন বন্ধের দাবীতে হাতেগণা একটি দলের কয়েকটি কর্মসূচী ব্যতীত অন্যান্য ইসলামী দল নীরব কেনো? তাদের কি কোনো দায়িত্ববোধ নেই? নাকি দেশে গণতন্ত্রের মাধ্যমে হকুমত কায়েম করাই তাদের মূল কাজ?! আরাকানের মুসলিম নির্যাতনের দৃশ্যগুলো দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে।

কেউ নেই তাদের পাশে! কেউ এগিয়ে আসছেনা তাদের সাহায্যে! কী মুসলিম কী অমুসলিম! সবাই তামাশা দেখছে! যেন রোহিঙ্গারা মানুষই নয়! তাদের জন্য যেন মানবতা শব্দটুকু বেমানান! তারা যেন বিশ্ববাসীর জন্য বোঝা! তাদের বেঁচে থাকার যেন কোনো অধিকারই নেই! মানবেতর জীবনযাপনের অভয়ারণ্য যেন আরাকান! হে মুসলিম বিশ্ব? তোমাদের কি কোনো দায়িত্ববোধ বলতে কিছু নেই? নির্যাতিতদের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলিমের দায়িত্ব নয় কী? কী জবাব দেবে সেদিন মহান রবের দরবারে? তোমরা কি এখনো জাগবে না? আর কতো রক্তনদী পাড়ি দিতে হবে অসহায় রোহিঙ্গা মুসলিমদের? কেনো এগিয়ে আসছে না কেউ?
সময়ের সংলাপ24/ডি-এইচ

কোন মন্তব্য নেই: