বুধবার রাত আটটার পর থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খবর রটে যায় যে, অভিনেত্রী দিতি আর নেই। তবে খোঁজ নিয়ে জানা গেছে দিতি এখন সুস্থ আছেন।
দিতির মেয়ে লামিয়ার বরাত দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘কে বা কারা যেন আপার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে দিয়েছে। দিতি আপা এখন ভাল আছেন।’
উল্লেখ্য ব্রেনটিউমার জনিত কারণে দিতি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সাইমা ওয়াজেদ পুতুল নামক একটি ফেসবুক থেকে স্ট্যাটাস দেওয়া হয়- “আরো একজন প্রতিভাবান অভিনেত্রী চলে গেলেন আমাদের ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে। তার মৃতুতে আমরা শোকাহ।” তবে স্ট্যাটাসটি পরবর্তীতে আবার ডিলেট করে ফেলেন। ফেসবুক পেইজটি দেখে ধারনা করা হচ্ছে এটি প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নাম ও ছবি ব্যাবহার করে তৈরি করা একটা ভুয়া ফেসবুক পেইজ। কে বা কারা এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করেছে সেটা জানা যায়নি।