ধর্ম অবমাননার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে দিয়েছেন আদালত।
মঙ্গলবার ওই তিনজনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড প্রার্থনা করে শাহবাগ থানা পুলিশ।
পুলিশের করা আবেদনের শুনানি শেষে ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহাকে পাঁচ দিন, ওই প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিনকে দুদিন ও লেখক শামসুল আলম চঞ্চলকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী।
মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত দেয়ার অভিযোগে ব-দ্বীপ প্রকাশনীর স্বত্বাধিকারী শামসুজ্জোহা মানিকসহ তিনজনকে গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, আসামিরা বই লিখে ওয়েবসাইটেও তা ছেড়ে দিয়েছে। সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা (মামলা নম্বর-২৩) করা হয়েছে।
এর আগে অমর একুশে গ্রন্থমেলার ব-দ্বীপ প্রকাশনীর ১৯১ নম্বর স্টলটি সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ।
উল্লেখ্য, ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা নিজেও একজন লেখক। তার লেখা অধিকাংশ বই তার প্রকাশনী থেকেই বের হয়েছে। এসব বইগুলোর মধ্যে ‘ধর্মের রাজনীতি ও আধুনিক সভ্যতা’, ‘বাংলাদেশে গণতন্ত্রের সমস্যা’, ‘ধর্ম ও যাতাকলে বাঙ্গালী জাতি’, ‘ধর্ম ও বাঙ্গালীর পুনরেকত্রীকরণ’, ‘বাংলাদেশের দুর্বৃত্তায়ন’, ‘নারী ও ধর্ম’, ‘বাংলাদেশের সঙ্কট’, ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা’, ‘ইসলাম বিতর্ক’, ‘ইসলামে নারীর অবস্থান’ প্রভৃতি।
মঙ্গলবার ওই তিনজনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড প্রার্থনা করে শাহবাগ থানা পুলিশ।
পুলিশের করা আবেদনের শুনানি শেষে ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহাকে পাঁচ দিন, ওই প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিনকে দুদিন ও লেখক শামসুল আলম চঞ্চলকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী।
মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত দেয়ার অভিযোগে ব-দ্বীপ প্রকাশনীর স্বত্বাধিকারী শামসুজ্জোহা মানিকসহ তিনজনকে গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, আসামিরা বই লিখে ওয়েবসাইটেও তা ছেড়ে দিয়েছে। সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা (মামলা নম্বর-২৩) করা হয়েছে।
এর আগে অমর একুশে গ্রন্থমেলার ব-দ্বীপ প্রকাশনীর ১৯১ নম্বর স্টলটি সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ।
উল্লেখ্য, ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা নিজেও একজন লেখক। তার লেখা অধিকাংশ বই তার প্রকাশনী থেকেই বের হয়েছে। এসব বইগুলোর মধ্যে ‘ধর্মের রাজনীতি ও আধুনিক সভ্যতা’, ‘বাংলাদেশে গণতন্ত্রের সমস্যা’, ‘ধর্ম ও যাতাকলে বাঙ্গালী জাতি’, ‘ধর্ম ও বাঙ্গালীর পুনরেকত্রীকরণ’, ‘বাংলাদেশের দুর্বৃত্তায়ন’, ‘নারী ও ধর্ম’, ‘বাংলাদেশের সঙ্কট’, ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা’, ‘ইসলাম বিতর্ক’, ‘ইসলামে নারীর অবস্থান’ প্রভৃতি।