আজ রবিবার ২৭ ডিসেম্বর ২০১৫। ১৯৬৫ সালের আজকের এই দিনে জন্ম গ্রহণ করেন বলিউড সুপারস্টার সালমান খান। তার পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। আজ তার ৫০ তম জন্মদিন উপলক্ষে এমটিনিউজ পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। তিনি ‘বিবি হো তো এহসি’ চলচ্চিত্রের একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৮৮-তে বলিউডে প্রবেশ করেন। এখানে তিনি রেখার সঙ্গে অভিনয় করেন। তবে ১৯৮৯ সালে তিনি ‘মেনে পেআর কিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডজুড়ে নাম করেন। এ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই অভিনেতা ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগতার পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি নব্বইয়ের দশকে বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন, এরমধ্যে রয়েছে ১৯৯১ সালে ‘সাজান, ১৯৯৪ সালে ‘হাম আপকে হ্যায় কোন’, ১৯৯৫ সালে ‘কারণ অর্জুন’, ১৯৯৭ সালে ‘জড়ুয়’, ১৯৯৮ সালে ‘পিয়ার কিয়া তো ডারনা কিয়া’ এবং ‘বিবি নাম্বার ওয়ান’ উল্লেখযোগ্য। তিনি এ পর্যন্ত প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অর্জন করেছেন বিশ্বজোড়া খ্যাতি।
আজ রবিবার ২৭ ডিসেম্বর ২০১৫। ১৯৬৫ সালের আজকের এই দিনে জন্ম গ্রহণ করেন বলিউড সুপারস্টার সালমান খান। তার পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। আজ তার ৫০ তম জন্মদিন উপলক্ষে এমটিনিউজ পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। তিনি ‘বিবি হো তো এহসি’ চলচ্চিত্রের একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৮৮-তে বলিউডে প্রবেশ করেন। এখানে তিনি রেখার সঙ্গে অভিনয় করেন। তবে ১৯৮৯ সালে তিনি ‘মেনে পেআর কিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডজুড়ে নাম করেন। এ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই অভিনেতা ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগতার পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি নব্বইয়ের দশকে বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন, এরমধ্যে রয়েছে ১৯৯১ সালে ‘সাজান, ১৯৯৪ সালে ‘হাম আপকে হ্যায় কোন’, ১৯৯৫ সালে ‘কারণ অর্জুন’, ১৯৯৭ সালে ‘জড়ুয়’, ১৯৯৮ সালে ‘পিয়ার কিয়া তো ডারনা কিয়া’ এবং ‘বিবি নাম্বার ওয়ান’ উল্লেখযোগ্য। তিনি এ পর্যন্ত প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অর্জন করেছেন বিশ্বজোড়া খ্যাতি।