দেশে অসহিষ্ণুতার হাওয়া নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সেই সাথে কার্যত শাহরুখ খান, আমির খানদের পাশেই দাঁড়ালেন। বললেন, গত কয়েক বছর ধরে বেশ কিছু ঘটনাই ঘটছে, যেখানে নিজস্ব মতামত প্রকাশ করার জন্য মানুষকে আক্রান্ত হতে হয়েছে।
বর্তমানে প্রিয়াঙ্কা এখন ব্যস্ত মার্কিন টিভি শো ‘কোয়ান্টিকো’ নিয়ে। মুম্বইয়ে এসেছেন ‘বাজিরাও মস্তানি’ ছবির প্রচারে। এখানে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় অসহিষ্ণুতার প্রতিবাদে শাহরুখ, আমিরের মন্তব্যে আক্রমণের ঝড় নিয়ে।
প্রিয়াঙ্কা বলেন, বিষয়টা শুধু এইটুকুই নয়। সবারই তো কিছু মতামত আছে। আমরা তো বলি, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এই দেশ। একি অবস্থা?
এর পরই প্রিয়াঙ্কা বলেন, ‘গত কয়েক বছরে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেখানে নিজেদের মত প্রকাশ করে আক্রান্ত হতে হয়েছে। সবারই কিছু কিছু নিজস্ব মতামত থাকে। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করছি। আমাদের পূর্বপুরুষরা বাকস্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।’
উল্লেখ্য, আমির খানের মন্তব্যের পর প্রকাশ্যে এসেছে বলিউডের দুটো মুখ। আমিরের ওপর রক্ত চোখ নিয়ে এগিয়ে আসছে এক পক্ষ, অপরদিকে মহেশ ভাট, ঋত্বিক রোশন এগিয়ে এসেছেন আমিরের পক্ষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন