স্পোর্টস ডেস্ক : দ্বিপাক্ষীয় সিরিজে টেস্ট লড়াইয়ে মাঠে নামে দুইদেশ। বর্ণময় এক মাইলফলকের এই টেস্টের চিত্রটা সুখকর নয় টেস্ট ক্রিকেটের জন্য। প্রথম পলকে যে লক্ষণ দেখা গেছে তাতে সমালোচনা সর্বত্র। ব্যর্থ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কমিটির নতুন পরিকল্পনাটি। দুটি শক্তিশালী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের মধ্যে দিয়ে মাঠে গড়ায় দিবা-রাত্রির টেস্ট। গোলাপী বলের প্রবর্তন হয় সিরিজের তৃতীয় টেস্টের মাধ্যমেই। গোলাপী বলের ক্রিকেটে টেস্ট সুলভ ক্রিকেট খেলতে পারছে না কোনো টিমই। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৬০০ রান তো প্রত্যাশিত বটেই। কিন্তু টি-টোয়েন্টির মত ২০০ রানের আশেপাশেই থাকছে প্রতিটি দলের ইনিংস। দোষটা হয়তো গোলাপী বলের। গোলাপী বলের কোনো দোষ না থাকলে টেস্ট ক্রিকেট ভুলে গেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড! আরো কয়েকটি ম্যাচ পর্যলোচনা করে দেখার দাবি রাখে যে টেস্ট ক্রিকেটে গোলাপী বল থাকবে কি থাকবে না। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের মত টেস্ট খেলুড়ে দেশ অলআউট হয় ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে অলআউট ২০৮ রানে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ২২৪ রান। এখন জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট মাত্র ১৮৮ রান। মৃত্যু হয়েছে এই টেস্টের! টেস্ট ক্রিকেট হলেও টেস্ট ম্যাচ বলা যায় না এই হালকে। অস্ট্রেলিয়া এই টেস্টে জয় পাওয়ার দিক থেকে নব্বই ভাগ এগিয়ে। তবে নিশ্চই এটি ক্রিকেটবিশ্বে তুলবে সমালোচনার ঝড়। আইসিসি এখন গোলাপী বলের টেস্ট সিরিজ নিয়ে বেশ পরীক্ষামূলক পর্যালোচনায় যেতে বাধ্য থাকবে।
Post Bottom Ad
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন