ভারত ছেড়ে সপরিবারে আমেরিকায় আমির খান - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ভারত ছেড়ে সপরিবারে আমেরিকায় আমির খান

Share This

ভারত ছেড়ে সপরিবারে আমেরিকায় আমির খান
 ক্যাপশন যুক্ত করুন
বিনোদন ডেস্ক:

আগেই খবর হয়েছিলো সপরিবারে ভারত ছাড়ছেন আমির খান। সেই খবর এবারে সত্যি হলো। গত শনিবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে নয়াদিল্লি বিমান বন্দরে আসেন তিনি। গোপনীয়তা বজায় রেখে রাতেই আমেরিকায় উড়াল দেন মিস্টার পার্ফেক্টসনিস্ট।
তবে আমির খানের এই বিদেশ যাত্রার কারণ সম্পর্কেও বলা হয়েছে ব্যাথা সারাতে চিকিৎসার সপরিবারে বিদেশ গেছেন। বেশ কিছুদিন আগে তার নতুন সিনেমা দাঙ্গাল-এর শুটিং করার সময় কাঁধে ব্যাথা পান। এর আগে হঠাৎ করেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে লুধিয়ানা থেকে মুম্বাইয়ে ফিরে আসেন আমির খান।
পাঞ্জাবের লুধিয়ানায় দাঙ্গাল সিনেমার শুটিং করছিলেন আমির খান। পাঞ্জাবের একজন শিবসেনা নেতা ঘোষণা দেন, ‘আমিরকে যদি কেউ চড় মারতে পারে তাহলে এক লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।' এরপর লুধিয়ানায় আমির যেখানে অবস্থান করছিলেন সেই হোটেলের সামনে আন্দোলনরত অনেক মানুষকে দেখা যায়। তারা আমিরের পোস্টার পুড়িয়ে তার বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন। পরিস্থিতি বুঝে সেখান থেকে মুম্বাইয়ে ফিরে আসেন আমির খান।
সম্প্রতি রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির। সেখানে তিনি বলেন, ‘গত ৭-৮ মাস ধরে ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা চলছে। সমাজের মানুষের মধ্যে ‘নিরাপত্তাহীনতা’ এবং ‘ভয়’ কাজ করছে।’
এ ছাড়া ধর্মীয় অসহিষ্ণুতার কারণে আমির ভারত ছাড়ারও চিন্তা করেছিলেন বলে জানান। তিনি বলেন, ‘কিরণ এবং আমি প্রথম থেকেই ভারতে বসবাস করছি। কিন্তু এই প্রথম সে আমাকে দেশ ছাড়ার কথা বলেছে। বাড়িতে এই বিষয়টি নিয়ে আমি যখন কিরণের সঙ্গে কথা বলি সে আমাকে বলছিলো, তাহলে কী আমাদের এখন দেশ ছেড়ে চলে যাওয়া উচিত?’
এরপর থেকেই আমির তোপের মুখে পড়েন রাজনীতিবিদ এবং বিভিন্ন সংগঠনের। এমনকি বলিউডের অনেক অভিনয় শিল্পীও দ্বিমত পোষণ করেছেন আমিরের সঙ্গে।

কোন মন্তব্য নেই: