বিশ্বনাথে মামলাবাজ লন্ডন প্রবাসী : অতিষ্ট আয়তেরা বিবির পরিবার - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

বিশ্বনাথে মামলাবাজ লন্ডন প্রবাসী : অতিষ্ট আয়তেরা বিবির পরিবার

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..


জমি নিয়ে বিরোধের জের ধরে মিথ্যা মামলার শিকার বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নের ১নং ওর্য়াডের নোয়া গাঁও গ্রামের আয়তেরা বিবির (৭০) পরিবার। জানা যায় আয়তেরা বিবির মৌরশি জমি র্দীঘ দিনধরে জবর দখল করে ছিলেন  লন্ডন প্রবাসী আব্দুন নূর। সম্প্রতি আয়তেরা বিবি আইনের সহযোগিতায় এবং স্থানীয় মুরব্বিদের উপস্থিতে আব্দুন নূর বাহিনীর কাছ থেকে জমি দখল মুক্ত করেন। লন্ডন প্রবাসী আব্দুন নূর কোনো ভাবেই মেনে নিতে পারেননি। তাই তিনি বৃদ্ধা ও তার দুই ছেলের (লন্ডন প্রবাসী রফিক উদ্দিন ও মইন উদ্দিন) সহ চাচাতো ভাই কামরান আহমদ, চাচা আব্দুর রশিদ এবং তাদের চাচী ও আব্দুর নূরের সৎ মা ফুলেছা বেগম উপর মিথ্যে মামলা দায়ের করেন। সেই সাথে তাদের বাড়িতে দুই দফা পুলিশ পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয়।

সরজমিনে গ্রামবাসীর কাছ থেকে জানা যায় যে, আব্দুন নূর তার সৎ  মা ও তিন সৎ বোনকে বাড়ি থেকে বের করে দিয়ে তাদের সম্পত্তি জবর দখল করে ভোগ করে আসছে। আব্দুন নূর বাহিনী ও পুলিশের হয়রানি এবং দুই ছেলেকে র‌্যাব দিয়ে পিটিয়ে হত্যার হুমকিতে বৃদ্ধা আয়তেরা বিবি ব্রেইন  স্টোক করে হাসপাতালে ভর্তি আছেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages