মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র

Share This
করোনাভাইরাসে মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে এখন শীর্ষে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ২০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬৮ জন।

এছাড়া যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮ হাজার ৫৭৫ জন। আর ইতালিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫২ হাজার ২৭১ জন।

যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। সেখানে এরইমধ্যেই মৃতের সংখ্যা সাত হাজারের বেশি ছাড়িয়েছে।

এদিকে করোনাভাইরাসের মহামারির কারণে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার হুমকি তৈরি হয়েছে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছে জাতিসংঘ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে এই হুঁশিয়ারি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আর বহু দেশ লকডাউনে থাকায় সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার হুমকিতে রয়েছে।

সম্ভাব্য খাদ্য বিপর্যয় নিয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। নেসলে, ইউনিলিভারের মতো বিভিন্ন কোম্পানি, রাজনীতিবিদ ও বিজ্ঞানীদের তরফে বিশ্বনেতাদের উদ্দেশে লেখা খোলা চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, কোভিড মহামারি বিশ্বজুড়ে খাদ্য ও মানবিক সংকটে পরিণত হওয়ার আগে সরকার, ব্যবসায়ী, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেয়া উচিত।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পর্যন্ত মারা গেছেন এক লাখ ৬ হাজার ৬৯৪ জন। আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৪১ হাজার ৮০৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৪৫৩ জন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: