বজ্রপাতে নারকেল গাছে আগুন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বজ্রপাতে নারকেল গাছে আগুন

Share This
নেত্রকোনায় বজ্রপাত থেকে নারিকেল গাছে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের আধাঘণ্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আসে।শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকেই নেত্রকোনায় ঝড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ চমকাতে শুরু করে। থেমে থেমে হচ্ছিলো বজ্রপাত।

এক পর্যায়ে শহরের রাজুর বাজার এলাকায় আমিনুর রহমানের বাড়ির নারকেল গাছে বজ্রপাত হয়। এতে কাচা ডালসহ পাশাপাশি দুটো নারিকেল গাছে আগুন ধরে যায়।

পরে স্থানীয়রা নেত্রকোনা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে নেত্রকোনা ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আবু আব্দুল্লাহ মো. সায়দুল্লাহ জানান, বাড়িটির উপরেই নারকেল গাছ দুটোতে সরাসরি বজ্রপাত পড়ে। এতেই আগুন ধরে যায়। আমরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: