ঢল ছিলোনা আগের মতো, তবুও কমতি নেই মুসল্লীদের। চিরচেনা রূপ পাল্টে সবাই আসছেন সারিবদ্ধভাবে-নিরাপদ দূরত্ব সীমায়। এই অবস্থায় জীবানুনাশক স্প্রে ছিটিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকের পায়ে। তারপরই মুসল্লীরা ঢুকলেন নামাজ আদায়ে।৩ এপ্রিল শুক্রবার সিলেট দরগাহ মসজিদে এভাবেই নামাজ আদায় করলেন মুসল্লীরা।
সিলেট নগর ও শহরতলির মসজিদগুলোতে আজ শুক্রবার (৩ এপ্রিল) জুম’আর নামাজে মুসল্লিদের সমাগম খুব একটা কম ছিলো না, গত শুক্রবারের মতোই মসজিদে আসেন নামাজিরা। তবে প্রশাসনের পরামর্শ অনুযায়ী জুম’আর ফরজ নামাজের আগে ও পরের সুন্নত নামাজ বেশিরভাগ মুসল্লি ঘরেই আদায় করে নিয়েছেন। শুধু খুতবা ও ফরজ নামাজের সময়টুকুই মসজিদে ছিলেন।
এদিকে জুম’আর নামাজ শেষে সর্বনাশা করোনা ভাইরাসের কবল থেকে বিশ্ব মুসলমানদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করা হয়।বিশেষ দোয়ায় কায়মনোবাক্যে উচ্চারণ করতে গিয়ে মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন